ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
ভারতের জম্মু ও কাশ্মীরের লাখাদ সীমান্ত এলাকায় তুরতুক সেক্টরের কাছে শিওক নদীতে ভারতের সামরিক বাহিনীর জওয়ানদের নিয়ে যাওয়া ট্রাক গতি হারিয়ে পিছলে ৫০,ফুট, খাদে পড়ে যায়। এর ফলে ঘটনার স্থলে মৃত্যু হয় ৭,জন, ভারতীয় সেনার। এবং আহত হন প্রায় ২৬জন, জওয়ান। ঘটনার স্হানে ছুটে গেছেন ভারতের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। উদ্ধার কাজ চলছে যুদ্ধ কালিন পরিস্তিতিতে। ভারতের সামরিক বাহিনীর সদস্যদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিঙ। এবং ভারতের সরাস্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ। এবং ভারতের জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics