ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
পাকিস্তানের জলসীমা পার হয়ে ভারতের জলসীমার মধ্যে চলে আসা একটি বোড কে লক্ষ্য করে ধাওয়া করে ভারতের নৌসেনা ও এন কে বি। এবং কিছু বোঝার আগেই ভারতের নৌসেনার উপস্থিতি টের পেয়ে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে থাকে ইরানের ছয় নাগরিক। ঘটনার স্হানে পৌঁছে গিয়ে দেখা যায় যে আফগানিস্তানের তৈরি প্রায় ২০০,কেজি, ব্রাউন সুগার অথাৎ নিষিদ্ধ মাদকদ্রব্য পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ১২০০,কোটি, টাকা। এই মাদকদ্রব্য গুলো নিয়ে যাওয়া হচ্ছিল ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায়। কিন্তু তার আগেই ভারতের নৌসেনা ও ভারতের নারকোটিস্ট্র কন্ট্রোল বু্রোর সদস্যরা হানা দেয়। এদের দেখতে পেয়ে গভীর সমুদ্র এ লাফ দিয়ে পালাতে শুরু করে। কিন্তু তার আগে ধরে ফেলে দেয় ভারতের নৌসেনা ও এন কে বি সদস্যরা। তবে এই বিশাল পরিমাণ মাদকদ্রব্য ভারতের বিভিন্ন যায়গায় পৌঁছে দেওয়ার জন্য এই মাদকদ্রব্য ইরানের নাগরিকদের দিয়ে আফগানিস্তানের মাফিয়া মাদকদ্রব্য ব্যাবসায়ীরা ভারতের মধ্য প্রবেশ করতে চাইছিল। ভারতের মুন্দা বন্দরে নিয়ে আসা হয়েছে মেফোড্রন মাদকদ্রব্য বোঝাই বোড টি।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics