Daily Frontier News
Daily Frontier News

আজ ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দাখিল করলেন ইউ পি এ জোটের প্রার্থী মারগ্রেট আলভা।।

 

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।

 

আজ দিল্লিতে রাজ্যসভার সেন্ট্রাল হলে ভারতের বিরোধী জোটের প্রার্থী এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং ভারতের জাতীয় কংগ্রেসের নেত্রী মারগ্রেট আলভা মনোনয়ন দাখিল করেন। এই উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন দাখিল করার সময় উপস্থিত ছিলেন ভারতের রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাগরে এবং ভারতের জাতীয় কংগ্রেসের সদস্যরা এবং ভারতের বিরোধী দলের রাজ্যসভার সদস্যরা। ইউ পি এ জোটের প্রার্থী কে সমর্থনে করেছেন ভারতের জাতীয় কংগ্রেস ও এন সি পি এবং ডি এম কে শিবসেনা বহুজন সমাজবাদী পার্টি ও আম আদমি পার্টি ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এ এল ডি এফ সহ মোট ১৭,টি, রাজনৈতিক দল। মারগ্রেট আলভা র বিরুদ্ধে প্রতিদন্দিতা করছে বিজেপি সমর্থিত প্রার্থী পশ্চিম বাংলার সাবেক রাজ্যপাল জগদীশ ধনখড়। তাকে সমর্থন করেছেন এন ডি এ জোট। তবে কে ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে আগামী দিনে আসতে চলছে তার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে।।

Daily Frontier News