কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বারুইপুর জেলা পুলিশের উদ্দ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল বারুইপুর থানায়। এই রক্তদান শিবিরের বারুইপুর জেলা পুলিশের বহু অফিসার এবং পুলিশ কর্মকর্তারা রক্তদান করেন। এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে অসহায় মানুষের কাছে অমূল্য সম্পদ জীবন কে রক্ষা করতে বারুইপুর থানার অফিসাররা এগিয়ে এলেন। এই রক্তদান শিবিরে পুলিশ অফিসার ছাড়া কনস্টেবল ও পুলিশের সিভিক কর্মীরা উপস্থিত ছিলেন। এই রক্তদান শিবিরের মুল উদ্দ্যোগ দাতা বারুইপুর থানার আই সি শ্রী দেবপ্রসাদ রায়। আজকের এই রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার বিধান সভার সদস্য এবং বারুইপুর পূর্বে র বিধায়ক শ্রী বিভাস সরদার। উপস্থিত ছিলেন বারুইপুর জেলা পুলিশের সুপার শ্রী পুস্পা দেবী আই পি এস এবং বারুইপুর জেলা পুলিশের জোনাল পুলিশ সুপার শ্রী ইন্দ্রজিৎ বসু আই পি এস এবং বারুইপুর জেলা পুলিশের হেডকোয়ার্টার পুলিশ সুপার জনাব মাসুদ হাসান সাহেব এবং বারুইপুর থানার দক্ষ পুলিশ অফিসার শ্রী অরজিৎ কর্মকার সহ অন্যান্য পুলিশ অফিসার।।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics