Daily Frontier News
Daily Frontier News

আজ বাকুঁড়ায় জঙ্গল মহল পরিদর্শন কালে একান্ত সাক্ষাৎকার এস পি সাথে জননেতা শওকাত মোল্লার

 

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

পশ্চিম বাংলার বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়্যারম্যান জননেতা শওকাত মোল্লা বাকুঁড়া জেলার পুলিশ সুপার শ্রী ভৈরব তেওয়ারী আই পি এস এর সাথে একান্ত সাক্ষাৎকার করেন। তাদের মধ্যে জঙ্গল মহলের আইন শৃঙ্খলা এবং মাওবাদীদের আনাগোনা নিয়ে কথাবার্তা হয়। সাথে সাথে জঙ্গল মহলের সার্বিক উন্নয়নে পুলিশ প্রশাসনের ভূমিকা তুলে ধরেন। পশ্চিম বাংলার জন উন্নয়নে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কাজ কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রশাসনিক সহায়তা কথা স্মরণ করে দেন। এবং বাকুঁড়া জেলার অন্তর্গত জঙ্গল মহলের সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনিকভাবে সহায়তা চান পশ্চিম বাংলার তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক ও জননেতা শওকাত মোল্লা। তিনি জঙ্গল মহল ভ্রমণ কালে বাকুঁড়া জেলার ডি এম ও প্রশাসনিক অধিকারীদের সাথে সাক্ষাৎ করেন। সাথে সাথে জঙ্গল মহল কে আরো সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করতে জঙ্গল মহলের মানুষের সাহায্য চান। বিশ্বের দরবারে পশ্চিম বাংলার পরিবেশ ও সৌন্দর্য কে তুলে ধরার জন্য কোন ঘাটতি রাখতে চান না পশ্চিম বাংলার জননেতা শওকাত মোল্লা।।

Daily Frontier News