Daily Frontier News
Daily Frontier News

আজ পশ্চিম বাংলার বিধানসভার ভারতের জাতীয় কংগ্রেসের একমাত্র বিধায়ক বায়রন বিশ্বাস শপথ নিলেন ।।

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

গত, ফেব্রুয়ারি মাসে পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলার সাগরদীঘি কেন্দ্রে উপনির্বাচন হয়। এবং সেই নির্বাচনের ফল প্রকাশ করা হয় গত, ২,ই, মার্চ। সেই সঙ্গে গতবছর নির্বাচনে যেখানে মুর্শিদাবাদ জেলার সাগরদীঘি কেন্দ্রে তৃনমূল দলের অন্যতম প্রার্থী সুব্রত সাহা প্রায়, ৫০,হাজারের, বেশি ভোটে জয়লাভ করেন। কিন্তু এই কেন্দ্রের সাবেক পশ্চিম বাংলার মন্রী ও বিধায়ক সুব্রত সাহার মৃত্যু হয়। তার অকাল মৃত্যুর কারণে এখানে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই কেন্দ্র থেকে এবার ভারতের জাতীয় কংগ্রেসের একমাত্র বিধায়ক বায়রন বিশ্বাস তৃনমূল দলের প্রার্থী কে, ২৩,হাজারের, বেশি ভোটে হারিয়ে দেন। এবং এই কেন্দ্র থেকে পশ্চিম বাংলার বিধান সভা যাওয়ার রাস্তা পাকা করেন। তার পর দীর্ঘ প্রায় একমাস হতে চলছিল অনেক টালবাহানার পর আজ পশ্চিম বাংলার রাজ্যপালের নির্দেশ মেনে ভারতের জাতীয় কংগ্রেসের একমাত্র বিধায়ক বায়রন বিশ্বাস কে শপথ বাক্য পাঠ করান পশ্চিম বাংলার বিধান সভার স্পিকার বিমান ব্যানার্জী। আজ বিধান সভার হলে তাকে শপথ গ্রহণ করতে দেখা যায়। আজ থেকে পশ্চিম বাংলার বিধান সভায় উপস্থিত থাকবেন ভারতের জাতীয় কংগ্রেসের একমাত্র বিধায়ক বায়রন বিশ্বাস। তিনি ভারতের জাতীয় কংগ্রেসের একমাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন।।

Daily Frontier News