কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
আজ ভারতের জাতীয় কংগ্রেসের পশ্চিম বাংলার কৃষাণ সভার সভাপতি তপন দাসের নেতৃত্বে হাওড়া থেকে বিশাল মিছিল বের করে। ভারতের সাম্প্রদায়িক শক্তি বিজেপি কে হঠাতে এবং কেন্দ্রীয় সরকার ও পশ্চিম বাংলা সরকারের বিরুদ্ধে ট্রেড কেলেঙ্কারি র তদন্ত দ্রুত সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। এই মিছিলে নেতৃত্ব দিয়েছেন পশ্চিম বাংলার কৃষাণ সভার সভাপতি তপন দাস, এবং ভারতের জাতীয় কংগ্রেসের পশ্চিম বাংলার সাধারণ সম্পাদক সৌরভ দাস ও পিসিসি নেতা সৌরভ প্রসাদ ও অমিত মজুমদার ও শ্রমিক শ্রেণীর নেতা রাহুল পান্ডে এবং মনুরুজামান মোল্লা ও খাঁন ভাই। এই মিছিল হাওড়া জেলার সিটির বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। এই মিছিলের প্রভাবে কিছু ক্ষন রাস্তা জানঝট সৃষ্টি হয়।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics