Daily Frontier News
Daily Frontier News

আজ দেউলা স্টেশন বরাবর রাস্তা সারাই ও মহিলাদের জন্য শৌচাগার দাবিতে বিক্ষোভ যুব তৃনমূল দলের।।

 

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

দীর্ঘদিন ধরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের উস্হি থেকে দেউলা স্টেশন যাওয়ার রাস্তা অত্যন্ত খারাপ অবস্হায় পড়ে আছে। হেলদোল নেই স্হানীয় প্রসাশনিক অধিকারীদের। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। এই রাস্তাটি এমন খাবার যে প্রতিদিন দুর্ঘটনার শিকার হতে হচ্ছে পথচারী মানুষের। বহুবার দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছেন। বারবার চেষ্টা করে ও কোন কাজ না হওয়ার কারণে আজ মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের পক্ষ থেকে ব্লক তৃনমূল দলের সভাপতি ইমরান মোল্লা এবং ব্লক তৃনমূল দলের মাইনরিটি দলের কনভেনার তৌফিক মোল্লার নেতৃত্বে একটি ডেপুটেশন দেওয়া হয় দেউলা রেলওয়ে স্টেশন মাস্টারের কাছে। ব্লক তৃনমূল দলের সভাপতি ইমরান মোল্লা দাবি করেন যে প্রতি বছর বর্ষা মৌসুমে খামতি খামতি করে নামকোহস্তে কিছু ইট ও বালি এবং পাথর দিয়ে থাপকি দেওয়া হয়। কিন্তু কাজের কাজ কিছু হয়না। এবং রেলওয়ে ও পি ডব্লিউ যে কনডেক্টর দিয়ে কাজ করা হয় তার কাজ থেকে স্হানীয় কিছু অসাধু তৃনমূল দলের নামধারী নেতা কাটমানি খেয়ে রাস্তার বারোটা বাজিয়ে দেয়। যার কারণে প্রতি বছর এই রাস্তা খাবার হয়ে যায়। স্হানীয় বিধায়ক ও বি ডি ও এবং ব্লক প্রশাসনিক কর্মকর্তারা সবাই জানেন। দীর্ঘদিন ধরে এই অবস্থার সৃষ্টি হয়ে যাওয়া রাস্তার পরিবর্তন করতে আজ সকল থেকে এই বিক্ষোভ প্রদর্শন ও ব্লক যুব তৃনমূল দলের ডেপুটেশন দেওয়া হয়েছে।সেই সাথে ব্লক তৃনমূল দলের পক্ষ দাবি করা হয়েছে যে স্টেশন লাগোয়া মহিলা রেলওয়ে মহিলা যাত্রীদের জন্য একটি শৌচাগার করার আবেদন জানান। এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ব্লক তৃনমূল দলের সভাপতি ইমরান মোল্লা এবং ব্লক তৃনমূল দলের মাইনরিটি দলের সভাপতি তৌফিক মোল্লা ওরফে বাচ্চু মোল্লা এবং ডায়মন্ডহারবার জেলা আইনজীবী সেলের সদস্য মিকাইল মোল্লা এবং জাকির হোসেন মোল্লা ও বরজান মোল্লা শ্রী জয়ন্ত চৌধুরী সহ অন্যান্য ব্লক তৃনমূল দলের নেতৃত্ব উপস্তিত ছিলেন।।

Daily Frontier News