কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ বেলা তিনটের কাছাকাছি কলকাতার বাংলাদেশের উপদূতবাসের বাইরে নিজের ইনসাস রাইফেল থেকে গুলি করে আত্মঘাতী হলেন কলকাতা পুলিশের পাচ নাম্বার ব্যাটেলিয়নের সদস্য চোডুপ লেপচা। তার বাড়ি দার্জিলিং জেলার কালিম্পং শহরে। আজ যখন কলকাতার বাংলাদেশের উপদূতবাসের বাইরে ডিউটি করছিলেন ঠিক তখনই তিনি নিজের ইনসাস রাইফেল হাতে তুলে নিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এবং বাংলাদেশ ডেপুটি কমিশনারের কার্যালয় এর বাইরে রাস্তা দিয়ে এক মহিলা মোটর বাইক নিয়ে যাচ্ছিল তখন তার শরীর ভেদ করে বের হয়ে যায়। ঐ মহিলা রাস্তায় লুটিয়ে পড়ে। কাছাকাছি কলকাতার চিত্তরঞ্জন দাশ মেডিকেল কলেজে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। সেই সাথে চোডুপ লেপচা নিজের মাথায় ইনসাস রাইফেল ঠেকিয়ে গুলি করে নিজে আত্মঘাতী হন। চোডুপ লেপচা নিজের ইনসাস রাইফেল থেকে মোট ১৪/১৫, রাউন্ড গুলি চালায় বলে জানা যায়। তবে চোডুপ লেপচা মানষিক আরসাদে ভুগছিলেন বলে মনে করা হয়েছে। ঘটনার স্থানে ছুটে আসেন কলকাতা পুলিশের উচ্ছ পদস্থ অফিসারা। খবর পেয়ে ঘটনার স্থানে চলে আসেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শ্রী প্রবীণ কুমার ত্রিপাঠী। ঘটনার ময়না তদন্ত শুরু হয়েছে। তবে তিনি কি করনে হঠাৎ করে নিজের ইনসাস রাইফেল থেকে গুলি চালাতে শুরু করেছিলেন তা জানার চেষ্টা করা হচ্ছে।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics