কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর অধীনে উস্তি অঞ্চলের ১২৮,নাম্বার, বুথের পঞ্চায়েত সদস্য বাপ্পা সরদারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পুষ্টি উৎযাপন দিবস। এই পুষ্টি উৎযাপন দিবস উপলক্ষে উপস্তিত ছিলেন উস্তি অঞ্চলের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অধীনে আই সি ডি এস কর্মীরা এবং ছোট ছোট ছাত্র ও ছাত্রীরাও। তাদের মুখে তুলে ধরা হয় কেক এবং গুনজাত খাদ্যসামগ্রী এবং পানিয় জল ও রুচিশীল খাদ্য। এই সভায় উপস্থিত ছিলেন উস্তি অঞ্চলের ১২৮,নাম্বার, বুথের পঞ্চায়েত সদস্য এবং তৃনমূল দলের অন্যতম উস্তি অঞ্চলের লড়াকু নেতা বাবলু সরদার। তাকে এই মহৎ কাজের জন্য সহায়তা করেন মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর পুরত ও পরিবহন ব্যবস্থা র কর্মধক্ষ্য তৌফিক আহমেদ মোল্লা ওরফে বাচ্চু মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের সভাপতি ইমরান হাসান মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের নেতা ও উস্তি অঞ্চলের উপপ্রধান মিকাইল মোল্লা এবং উস্তি অঞ্চলের প্রধান জোস্না হাজরা। এই সভায় আই সি ডি এস কর্মীরা ছাড়া আশা কর্মীরা এবং বিভিন্ন যায়গায় থেকে আসা ছোট ছোট ছাত্র ও ছাত্রীরাও।।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics