কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
ডায়মন্ডহারবার মহাকুমার রবীন্দ্রভবনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি র উপস্থিতিতে জেলা পরিষদের স্হায়ী কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের স্হায়ী কমিটি র জেলা পরিষদের স্পিকার হিসেবে দায়িত্ব পেলেন মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতা ও তিনবারের জেলা পরিষদের সদস্য এবং সাবেক পশ্চিম বাংলা র শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী এবং মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা র ভাই মুজিবুর রহমান মোল্লা। আজকের এই স্হায়ী কমিটি গঠন করার সময় উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দর বন বিভাগের দায়িত্ব প্রাপ্ত তৃনমূল দলের চেয়ারম্যান ও পশ্চিম বাংলা র বিধান সভার সদস্য শ্রীমতী নমিতা সাহা এবং পশ্চিম বাংলা র বিধান সভার সদস্য বিভাস সরদার এবং জয়দেব হালদার এবং পশ্চিম বাংলা র বিধান সভার সদস্য যোগরন্জন হালদার ও পশ্চিম বাংলা র সুন্দর বন দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং ডায়মন্ডহারবার বিধান সভার সদস্য পান্নালাল হালদার এবং ক্যানিং পূর্বে র তৃনমূল দলের নেতা ও জেলা পরিষদের সদস্য মোক্তার সেখ এবং সাদেক লস্কর ও ইছা সেখ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান সামিমা খাতুন ও শিক্ষক নেতা তৃনমূল দলের মহিদুল ইসলাম সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের অন্যান্য সদস্যরা।।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics