কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম। ।
পশ্চিম বাংলার বিধান সভার স্পিকার শ্রী বিমান ব্যানার্জী সাসপেনশন প্রত্যাহার করে নিল বিজেপি দলের সাত বিধায়কের। এর মধ্যে পশ্চিম বাংলার বিধান সভার বিরোধী দলের নেতা শ্রী শুভেন্দু অধিকারী। এবং বিজেপি নেতা ও বিধান সভার ডেপুটি লিডার মনোজ টিগ্গা সহ সাত জন বিধায়কের। গত শীতকালীন পশ্চিম বাংলার বিধান সভার ভিতরে অধিবেশন চলাকালে ঝামেলা ও মারপিট হয়। সেই ঘটনার জন্য পশ্চিম বাংলার বিধান সভার সাত বিজেপি বিধায়কের সাসপেনশন করে স্পিকার শ্রী বিমান ব্যানার্জী। এই সাসপেনশন প্রত্যাহার করার দাবিতে আন্দোলন শুরু করে বিজেপি বিধায়করা। পরে তারা পশ্চিম বাংলার রাজ্যপাল জগদীশ ধনকড়ের কাছে আবেদন করেন। এবং তারা কলকাতা হাইকোর্টের বিচারপতি কাছে আবেদন করেন যে তাদের সাসপেনশন প্রত্যাহার করা হোক। কিন্তু কলকাতা হাইকোর্টে তাদের আবেদন খারিজ করে দেয়। তার পর তারা দীর্ঘ সময় ধরে পশ্চিম বাংলার বিধান সভার লবির সামনে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। আজ সাসপেনশন হওয়া সাত বিজেপি বিধায়কের সাসপেনশন প্রত্যাহার করে নেয় পশ্চিম বাংলার বিধান সভার স্পিকার। অবশেষে সাত বিজেপি বিধায়কের বিধান সভার অধিবেশন যাওয়ার রাস্তা খুলে গিয়েছে। আগামী বিধান সভার অধিবেশনে যোগ দিতে পারবেন।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics