Daily Frontier News
Daily Frontier News

আজ থেকে শুরু হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের ফুরফুরা দরবার শরীফের ইসায়ালে সওয়াব।।

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

প্রতি বছরের ন্যায় এবছর ১৩৫,তম, পশ্চিম বাংলার হুগলি জেলার পবিত্র ফুরফুরা শরিফের ইসায়ালে সওয়াব। এই অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য এবং দোয়া নেবার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছে। এই অনুষ্ঠান পালন হবে তিন ধরে। এই অনুষ্ঠানে পবিত্র কুরআন শরীফ ও নবীজি র জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। এবং ৫২,টি, জেলার পীর প্রায়ত হজরত মাওলানা মুফতি সৈয়দ আবুবকর সিদ্দিকী র রহমাতুল্লাহি ওয়ালাহিয়েসাল্লাম এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। দাদা হুজুর পীর কেবলার সৃতিসৌধ ফুরফুরা দরবার শরীফ ও তার পাঁচ পুত্র জন্য দোয়া করবেন ফুরফুরা দরবার শরীফের পীর হযরত মাওলানা মুফতি ইব্রাহিম সিদ্দিকী সাহেব সহ ফুরফুরা দরবার শরীফের পীরজাদারা। ভারতের বিভিন্ন যায়গায় থেকে আগত দাদা হুজুর পীর সাহেব কেবলার সৃতিসৌধ ফুরফুরা দরবার শরীফের জড়ো হওয়া মুরিদদের স্বাগত জানান এবং শুভেচ্ছা জানান ফুরফুরা দরবার শরীফের পীরজাদা ও পশ্চিম বাংলার বিধান সভার সদস্য পীরজাদা নওশাদ সিদ্দিকী। সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ফুরফুরা দরবার শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী ও সীতাপুর দরবার শরীফ ও ফুরফুরা দরবার শরীফের পীরজাদা সামিম সিদ্দিকী সাহেব।শেষ দিনে আখেরী দোয়া হবে বলে জানান ফুরফুরা দরবার শরীফের পীর ইব্রাহিম সিদ্দিকী সাহেব।।

Daily Frontier News