Daily Frontier News
Daily Frontier News

আজ কলকাতা শহরে ইডির খানা তল্লাশিতে উদ্ধার ব্যাবসায়ীর ঘর থেকে কোটি কোটি টাকা।।

 

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

 

আজ সাতসকালে ভারতের ইডির খানা তল্লাশি তে কলকাতার খিদিরপুর এলাকার পরিবহন ব্যাবসায়ী নাসের খানের বাড়ি থেকে প্রায় কয়েক কোটি টাকা উদ্ধার করে। এবং নাসের খানের দুই তলা বাড়ির খাটের তলা থেকে পাঁচ শত টাকার নোট ও দুই হাজার টাকার নোটের বান্ডিল বের করে। ইডির সূত্র থেকে জানা গেছে যে এই বিপুল পরিমাণ অর্থ কার কাছ থেকে পাওয়া। তার সঠিক উত্তর দিতে পারেন নি নাসের খান। এই টাকা গুনতে টাকা গনা মেশিন আনা হয়েছে। অন্যদিকে আজ কলকাতা শহরের ব্যাস্ততম এলাকা পার্ক স্ট্রিট ও ম্যাকল্যাড স্টিট এলাকা থেকে কয়েক কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এই বিশাল পরিমাণ টাকার উৎস খুঁজে পেতে আরো অভিযান চালিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।ইডির খানা তল্লাশি অভিযানে অংশগ্রহণ করে ভারতের কেন্দ্রীয় সামরিক বাহিনীর সদস্যরা।।

Daily Frontier News