কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ও ছাত্রীরা দীর্ঘ প্রায় ৫০২,দিন, আন্দোলন করছে কলকাতার গান্ধী পদদেশে। দীর্ঘদিনের দাবি তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি দিতে হবে। বহু ঝড় তুফান কে উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তার পর পশ্চিম বাংলার এস এস সি দুর্নীতি মামলায় কলকাতার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ ব্যানার্জী র নির্দেশে শুরু হয় বেআইনি আর্থিক লেনদেন ফলে যারা চাকরি পেয়েছে তাদেরকে চাকরি থেকে বার করতে। সাথে সাথে নির্দেশ দেওয়া হয় সি বি আই ও ইডি কে এই বেআইনি আর্থিক লেনদেন ফলে যারা চাকরি করছেন তাদের সাথে কারা কারা জড়িত ছিলেন আর্থিক লেনদেন সময়। পুরো ঘটনাটি তদন্ত শুরু করে সি বি আই ও ইডি। এ পর্যন্ত এই বেআইনি আর্থিক লেনদেন হয়েছে তার ফলে গ্রেপ্তার করা হয়েছে পশ্চিম বাংলার তৃনমূল দলের মহাসচিব ও পশ্চিম বাংলার সাবেক শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে এবং তার সহযোগী অর্পিতা মুখোপাধ্যায় কে। তারা বর্তমানে ইডির হেফাজতে। এই মত অবস্থায় গতকাল পশ্চিম বাংলার তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও ডায়মন্ডহারবারের এম পি অভিষেক ব্যানার্জী কলকাতায় অবস্থানরত এস এস সি আন্দোলনকারীদের সাথে বৈঠকে মিলিত হবার ডাক দেন। কিন্তু সেই বৈঠক প্রত্যাখ্যান করে দেন এস এস সি আন্দোলনকারীদের যুব ছাত্র অধিকার মঞ্চের সভাপতি ববিতা সরকার ও তাদের কনভেনার সুদীপ মন্ডল এদের সংখ্যা সবথেকে বেশি। পাশাপাশি আরেকটি এস এস সি মঞ্চের নেতা তাদের সাথে রয়েছেন মোট আটজন, সেই দলের নেতা শহীদুল্লাহ আজ দেখা করতে যান পশ্চিম বাংলার তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জী সাথে। কিন্তু এস এস সি বৃহত্তম অংশ কে আন্দোলন ভাঙতে পারে নি শাসক দলের নেতৃত্ব। অন্যদিকে আজ এস এস সি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়া সদ্য অপসারিত পশ্চিম বাংলার তৃনমূল দলের মহাসচিব ও পশ্চিম বাংলার শিল্প মন্রী বলেছেন যে তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। এই মামলায় তদন্ত করতে গিয়ে পশ্চিম বাংলার তৃনমূল দলের মহাসচিব ও পশ্চিম বাংলার শিল্প মন্রী র সাথী অর্পিতা মুখোপাধ্যায় বিভিন্ন যায়গার বাড়ি থেকে প্রায় ৫০,কোটি, টাকা ও কয়েক কোটি টাকার সোনার গয়না উদ্ধার করছে। এখনো পর্যন্ত তল্লাশি জারি আছে। ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics