ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
ভারতের কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ নিলেন ৭৫,বছর, বয়সী প্রবীণ ভারতের জাতীয় কংগ্রেসের নেতা শ্রী সিদ্দারামাইয়া। এবং উপমুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন কর্ণাটক রাজ্যের লড়াকু ভারতের জাতীয় কংগ্রেসের নেতা শ্রী ডি কে শিবকুমার। আজকের এই ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা শ্রী রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী। সেই সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতা। আজকের এই রাজ্যের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার ও বিহারের উপমুখ্যমন্ত্রী ও আর জে ডি নেতা তেজষী যাদব এবং সি পি আই এম এর সাধারণ সম্পাদক শ্রী সীতারাম ইয়েচুরি। এবং জম্মু ও কাশ্মীর এর সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ ও মেহবুবা মুফতি এবং ঝাড়খণ্ড এর মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এবং এস পি নেতা অখিলেশ যাদব ও এন সি পি নেতা শারদ পাওয়ার এবং তেলুগু দেশম পার্টির নেতা চন্দ্র বাবু নাইডু এবং রাজস্থান রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গৌলত এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ও ছত্তিসগড় রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেষ বাগলে। এবং তৃনমূল দলের এম পি শ্রীমতী কাকলী ঘোষ দস্তিদার সহ বিভিন্ন রাজ্যের বিজেপি বিরোধী দলের নেতৃত্ব। গত ১০,ই, মে ভারতের কর্ণাটক রাজ্যের নির্বাচন ছিল। এবং ভোট গণনা হয় গত ১৩,ই, এপ্রিল। এই রাজ্যের নির্বাচনে বিজেপি কে হারিয়ে ক্ষমতা দখল করে ভারতের জাতীয় কংগ্রেস। এই রাজ্যের মোট সিট ছিল, ২২৪,তার, মধ্যে ভারতের জাতীয় কংগ্রেস পায় ১৩৫,টি, তাছাড়া ৭,জন, নিরদল প্রার্থী ভারতের জাতীয় কংগ্রেস কে সমর্থন করে। এবং আজ কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার জন্য শপথ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন ডি কে শিবকুমার। তাছাড়া সতেরো জন বিভিন্ন দপ্তর এর মন্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics