Daily Frontier News
Daily Frontier News

আজকের মগরাহাট পশ্চিমের জন কল্যাণ সমিতি র পক্ষ থেকে ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

 

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চলের ঘোলা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে দুই দিন ব্যাপী ধাপাস বল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তার শেষ দিনে পবিত্র কুরআন শরীফ তেলয়াত পড়ে আরম্ভ করেন হাফেজ নাজির সাহেব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গোলাম মুরশিদ সরদার এবং আবদুস সালাম মোল্লা এবং বাবু মোল্লা এবং ঘোলা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে এ বি এম সেলিম মন্ডল ও ঘোলা নওয়া পাড়ার এবং উত্তর কুসুম জি পি সদস্য আনোয়ার হোসেন গাজী ও ঘোলা জনকল্যাণ সমিতির সদস্য জামসিদ সরদার এবং ঘোলা জনকল্যাণ সমিতির পক্ষ সব সদস্যরা।এই খেলা টি দেখার জন্য বিভিন্ন গ্রাম থেকে প্রায় হাজার হাজার মানুষ জড়ো হয়।।

Daily Frontier News