Daily Frontier News
Daily Frontier News

আগামী ২১,শে, প্রস্ততি তে ধর্মতলার যাওয়ার সমর্থনে ক্যানিং এ পদযাত্রা জননেতা শওকাত মোল্লার।।

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পশ্চিমে ক্যানিং থানা থেকে ক্যানিং বাস মোড় পর্যন্ত ঐতিহাসিক পদযাত্রা করেন পশ্চিম বাংলার বিধান সভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান এবং তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক এবং ক্যানিং পূর্বে র বিধায়ক জননেতা শওকাত মোল্লা। আজকের এই বিশাল মিছিলে অংশ নেন পশ্চিম বাংলার অর্থ দপ্তরের মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য ও ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস এবং ক্যানিং পূর্বে র লড়াকু যুব তৃনমূল দলের সভাপতি সাদেক লস্কর এবং ক্যানিং পূর্বে র টু এর সভাপতি মোক্তার সেখ। এই বিশাল এবং ঐতিহাসিক মিছিলে অংশ নেন ক্যানিং পূর্বে র এবং ক্যানিং পশ্চিমের বহু গ্রাম ও গন্জ থেকে আগত মানুষ। এই পদযাত্রা শুরু হবার সাথে সাথে হু হু করে জন স্রোত বাড়তে থাকে। ক্যানিং ও বারুইপুর জেলা শহরের দুই দিকের রাস্তা অবরূদ্ধ হয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা র মতো জনস্রোতের ফলে অবরূদ্ধ হয়ে পড়ে গোটা ক্যানিং শহরের বিভিন্ন যায়গায় যাওয়ার রাস্তা। এই বিশাল পদযাত্রা থেকে আওয়াজ তোলা হয় যে আগামী ২১,শে, জুলাই পশ্চিম বাংলার তৃনমূল দলের সুপ্রিমো ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং পশ্চিম বাংলার তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও পশ্চিম বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জী র হাতকে শক্তিশালী করতে কলকাতা ধর্মতলা যাওয়ার আহবান জানান। ঐতিহাসিক মিছিল শেষে আগত তৃনমূল দলের নেতা ও কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান ক্যানিং পূর্ব র বিধায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জননেতা শওকাত মোল্লা।।

Daily Frontier News