কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর টাউন হলে সুন্দর বন জেলা কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় থেকে আগামী ২১,শে, জুলাই যে শহিদ দিবস পালন করা কলকাতার বুকে তার জন্য সমস্ত প্রস্ততি নিতে শুরু হয়েছে। সেই শহিদ দিবসকে জন জোয়ারে ভাসাবার জন্য জেলার আগত সকল নেতৃত্বের কাছে আহ্বান জানান। সেই সাথে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে সকলকেই একসাথে কাজ করার জন্য আবেদন করেন। শহিদ দিবস যাতে কলকাতার মহানগরীর বুকে আছড়ে পড়ে তার জন্য এখন থাকতে তার প্রচার শুরু করে দেওয়া হয়েছে। আজকের এই সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সুন্দর বন তৃনমূল দলের সভাপতি যোগরন্জন হালদার ও বিধায়ক জয়দেব হালদার এবং বিধায়ক বিশ্বনাথ দাস এবং সুব্রত মন্ডল ও শ্যামল মন্ডল এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন বিধানসভার সদস্যরা । এই সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বে র যুব তৃনমূল দলের সভাপতি সাদেক লস্কর এবং ক্যানিং পূর্বে র তৃনমূল দলের অন্যতম প্রধান নেতা মোক্তার সেখ এবং বিভিন্ন বিধানসভার ব্লক তৃনমূল দলের নেতৃত্ব। তবে এই সভায় থেকে কয়েক জনের নাম ঘোষণা করা হয় ব্লক সভাপতি হিসেবে ও ব্লক যুব তৃনমূল দলের সভাপতি হিসেবে তার প্রেস রিলিজ কপি অফিসিয়াল ওয়েবসাইটে ও মিডিয়া কে দেওয়া হয়নি। তবে প্রদেশ তৃনমূল দলের পক্ষ থেকে ব্লক সভাপতি হিসেবে যাদের নাম প্রস্তাব করা হয়েছে তা প্রদেশ ও জেলা কমিটির অনুমোদিত নয় বলে জানানো হয়েছে। ।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics