Daily Frontier News
Daily Frontier News

আগামী ১৫ই, জুন ভারতের জাতীয় কংগ্রেসের ডাকে কলকাতার শহীদ মিনার চলো ডাক ।

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।

কেন্দ্রীয় সরকারের অপশনের এবং সাম্প্রদায়িক শক্তি কে ভারত থেকে উৎখাত করতে, এবং পশ্চিম বাংলা র সৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই শক্তিশালী করতে আগামী ১৫ই, জুন কলকাতার শহীদ মিনার চলো ডাক দিয়েছে ভারতের জাতীয় কংগ্রেসের পশ্চিম বাংলা পি সি সি কমিটি। এই সভায় উপস্থিত থাকবেন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি শ্রী মল্লিকার্জুন খাগরে এবং এ আই সি সি পশ্চিম বাংলা র অবজারভার শ্রী বেনু গোপাল সহ ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্ব। এছাড়াও উপস্থিত থাকবেন ভারতের লোকসভার বিরোধী দলের নেতা ও পি সি সি র সভাপতি শ্রী অধীর রঞ্জন চৌধুরী এবং মালদাহ এম পি ও সাবেক ভারতের কেন্দ্রীয় মন্রী আবু হাসেম খান চৌধুরী এবং ভারতের সাবেক মন্ত্রী ও ভারতের মহিলা নেত্রী দিপা দাশমুন্সি এবং রাজ্যে সভার সদস্য এবং ভারতের জাতীয় কংগ্রেসের নেতা প্রদীপ ভট্টাচার্য এম পি ও পশ্চিম বাংলা র পি সি সি র কৃষক সভার সভাপতি শ্রী তপন দাস ও কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং পি সি সি র মুখপাত্র কৌস্তব বাগচী পশ্চিম বাংলা র পি সি সি র যুব সভাপতি আজহার মল্লিক সহ ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্ব। এদিন বেলা ১,টায়, সভা শুরু হবে। এই সভায় যাতে ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও কর্মীরা যাতে ভালো ভাবে আসতে পারে তার জন্য সবধরনের সহায়তা করা হবে পশ্চিম বাংলা র পি সি সি র পক্ষ থেকে বলা হয়েছে।।

Daily Frontier News