Daily Frontier News
Daily Frontier News

আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নামতে পারে ভারি বৃষ্টিপাত ও সাথে ঝড়ো হওয়া নিন্ম বঙ্গোপসাগরীয় এলাকায়।।

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

 

গত চব্বিশ ঘন্টা মধ্যে পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় নামতে পারে ঘন বাদল। সাথে বইতে শুরু করতে পারে ৫০,কিলোমিটার, বেগে ঝড় ও বৃষ্টি। এমন একটি ইঙ্গিত দিয়েছেন কলকাতা আবহাওয়া দপ্তর থেকে। কারণ বঙ্গোপসাগরে পতিত ঘূর্ণিঝড় ও কালো রঙের মেঘে ছেয়ে রয়েছে। এবং এই ঘূর্ণিঝড় ক্রমশ শক্তিশালী হয়ে ধেয়ে আসতে শুরু করেছে দুই চব্বিশ পরগনা ও মেদিনীপুর ও হাওড়া এবং হুগলি ও ঝাড়গ্রামের দিকে। প্রশাসন আগাম সতর্কবার্তা দিয়েছেন গভীর সমুদ্র বন্দরে মাছ ধরতে যাওয়া থেকে বিরত থাকতে। এই বৃষ্টিপাতের পরিমাণ কতটা প্রভাব ফেলতে পারে তা দেখার বিষয়। তবে এই শহরের অথাৎ কলকাতা শহরে প্রভাব বিস্তার করতে পারে এই ঝঞ্ঝা। তবে এই বৃষ্টিপাতের কারণে বহু যায়গায় নতুন করে ধান চাষ করতে পারবেন কৃষকরা। তবে এই বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড় আসার আগে কিছুটা পূর্ব ভাস দিয়েছেন কলকাতার আলিপুরের আবহাওয়া দপ্তর।।

Daily Frontier News