Daily Frontier News
Daily Frontier News

আগামী কাল সি বি আই তলব করলেন বিধায়ক সওকাত মোল্লাকে।।

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

পশ্চিম বাংলার বিধান সভার সদস্য এবং পশ্চিম বাংলার তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক ও সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়্যারম্যান ক্যানিং পূর্বে র বিধায়ক সওকাত মোল্লাকে কয়লা কেলেঙ্কারি নিয়ে জনার জন্য আগামী কাল শুক্রবার বেলা ১১, সময় দেখা করতে বলা হয়েছে সি বি আই এর সদর দপ্তর নিজাম প্যালেসে। কারণ হিসেবে বলা হয়েছে পশ্চিম বাংলার কয়লা কেলেঙ্কারি নিয়ে যে তদন্ত সি বি আই করছে সেই তদন্তে কিছু কিছু ক্ষেত্রে ক্যানিং পূর্বে র বিধায়ক সওকাত মোল্লার নাম উঠে এসেছে। কারণ হিসেবে বলা হয়েছে ক্যানিং পূর্বে র কিছু ইট ভাটায় বেআইনি ভাবে কয়লা প্রবেশ করেছে। যার ঘটনা নাকি বিধায়ক সওকাত মোল্লা অজানা নয়। তবে রাজনৈতিক ভাবে সওকাত মোল্লাকে প্রতিহত না করতে পেরে সি বি আই দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা বলে কয়লা কেলেঙ্কারিতে ফাসাতে চাইছে। তবে আগামী কাল সি বি আই দপ্তরে হাজিরা দেবার সময় সওকাত মোল্লাকে তার পাসপোর্ট ও ভোটার আইডি কার্ড ও প্যান কার্ড এবং ব্যাঙ্ক এর পাশ বই নিয়ে আসার জন্য বলা হয়েছে। তবে বিধায়ক সওকাত মোল্লা তিনি তার দলের সভাপতি ও দলের সভানেত্রীর সাথে কথা বলে সি বি আই দপ্তরে যাবেন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃনমূল দলের পক্ষ থেকে বলা হয়েছে যে জননেতা সওকাত মোল্লাকে সি বি আই এর ভয় দেখিয়ে দমিয়ে রাখতে পারবে না। বি জে পি যদি মনে করেন যে সি বি আই দিয়ে জননেতা সওকাত মোল্লাকে রোখা যাবে তাহলে তারা ভুল করছে।

Daily Frontier News