মনোয়ার ইমাম কলকাতা ভারত
কাল ভারতের জাতীয় ৭৫তম, স্বাধীনতা দিবস উপলক্ষে সারা ভারতের বিভিন্ন যায়গায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে ভারতের রাজধানী দিল্লি ও ভারতের জম্মু ও কাশ্মীরের বিভিন্ন যায়গায় কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। সেই সাথে ভারতের শিল্পনগরী বম্বে, মাদ্রাস, হায়দ্রাবাদ জয়পুর চেন্নাই, কোচিন আমেদাবাদ লক্নৌ, গুহাটি, পাটনা সহ কলকাতার বিভিন্ন যায়গায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের পক্ষ থেকে গতকালের ৭৫,তম, ভারতের জাতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে ১,হাজার, দুই শত পুলিশকর্মী টহলদারিতে থাকছেন। সাথে সাথে কলকাতা পুলিশ কমিশনার থেকে শুরু করে একজন দায়িত্ববান পুলিশ কমিশনার ও ছয়জন অতিরিক্ত পুলিশ কমিশনার নজরদারির দায়িত্ব পালন করবেন এর জন্য কলকাতা শহরের ঢোকার মোড়ে মোড়ে পুলিশের নাকা চেকিং ও নজরদারি বাড়ানো হয়েছে। সেই সাথে কলকাতা শহরের বিভিন্ন যায়গায় মোট ছয়টি টাওয়ার বসানো হয়েছে। এবং কলকাতা স্পেশাল কমান্ড পুলিশ মজুদ করা হয়েছে। তিন টি রেসস্পন্স টিম গাড়ি ও ১৯,টি, পুলিশ পিকেটিং বসানো হয়েছে। মাঝে মাঝে কলকাতা পুলিশের পক্ষ থেকে কলকাতার নিরাপত্তা ব্যবস্থা রাখতে ড্রোনের সাহায্য নেওয়া হয়েছে। আগামী কাল কলকাতার ফ্রোডউলিয়াম থেকে রেড ক্রস রোড পর্যন্ত কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। আগামী কাল পশ্চিম বাংলার রাজ্যপাল ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী এবং ভারতের রাষ্ট্রপতি ও ভারতের প্রধানমন্ত্রী ৭৫তম, জাতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষন দেবেন, আগামী কাল ভারতের জাতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং ভারতের জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ও ভারতের বিরোধী দলের নেতা অধীর চৌধুরী এবং পশ্চিম বাংলার বিধান সভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics