Daily Frontier News
Daily Frontier News

আগামী কাল ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন দাখিল করতে যাচ্ছে লাল্লুজী।

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।

 

ভারতের সাবেক রেলওয়ে মন্ত্রী ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লাল্লু প্রসাদ যাদব আগামী কাল ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন দাখিল করতে যাচ্ছে। বিহারের সারান জেলার ছেলে ছোট বেলা থেকে রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলেন। তিনি যখন মেষ চরাতেন তখন থেকেই তিনি মেষ পালকদের সাথে নিয়ে রাজনীতি করতে থাকেন। ভারতের প্রায়ত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময় জরুরি অবস্থার সময় তিনি বিহারের রাজধানী করতে গিয়ে জেলে বন্দী হন। তার জনতা দল করেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রায়ত বিশ্বনাথ প্রতাপ সিংহের নেতৃত্বে। ১৯৯২,সালে, রাম জন্মভূমি ও বাবরি মসজিদ নির্মাণ নিয়ে যখন ভারতের সাবেক সরাস্ট্র মন্ত্রী প্রায়ত লালকৃষ্ণ আডবাণী জী রাম রথ বের করে তখন তিনি বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি বিহারের গোয়া জেলার কাছে লালকৃষ্ণ আডবাণী জী র রাম রথ কে আটক করে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের কাছে শিরোনামে উঠে আসেন। তার পর তিনি বিহারের পাটলিপুত্র থেকে লোকসভা নির্বাচনে জিতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মনোমোহন সিঙ এর নেতৃত্বে মন্ত্রী সভায় ভারতের রেলওয়ে মন্ত্রী হন । সেই বছর ভারতের রেলওয়ে রেকর্ড পরিমাণে লাভ করেন। সেবার বিশ্বের ইতিহাসে প্রথম রেলওয়ে মন্ত্রী যিনি রেকর্ড পরিমাণে লাভ দেখিয়ে শিরোনামে উঠে আসে। এর পর বিহারের মুখ্যমন্ত্রী থাকা সময় পশুখাদ্য কেলেঙ্কারির জেরে তাকে ঝাড়খণ্ড রাজ্যের রাচীর জেলে বন্দী হন। এর পর ছাড়া পেয়ে ফের রাজনৈতিক তে ফিরে আসেন। তাই ভারতের বিজেপি বিরোধী দলের জোট প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করতে যাচ্ছে আগামী কাল। তার তাকে ভারতের জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ও এন সি পি নেতা শারদ পাওয়ার এবং শিবসেনা নেতা উদ্ভব ঠাকুরে । ডি এম কে নেতা স্টালিন এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা র সভাপতি হেমন্ত সোরেন এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও এস পি নেতা শ্রী অখিলেশ যাদব এবং বি এস পি নেত্রী মায়াবতী এবং আম আদমি পার্টি র নেতা এবং দিল্লি র মুখ্যমন্ত্রী শ্রী অরবিন্দ কেজরিওয়াল সহ বিভিন্ন ছোট বড় ভারতের বিজেপি বিরোধী দলের সমর্থন নিয়ে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে জিততে চান। তবে কতটা বাস্তবায়নে রূপ নেবে তা দেখার বিষয়।।

Daily Frontier News