ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
ভারতের তামিলনাড়ু রাজ্যের মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি পিটি আশার দেওয়া এক আইনজীবি কে কোর্ট অবমাননা কেসের ১৫,দিনের, জেলহাজতে যাওয়ার নির্দেশ কে চ্যালেঞ্জ করে রিট পিটিশন করেন সুপ্রিম কোর্টের বিচারপতি শ্রী ডি ওয়াই চন্দ্রচূড়ের একলাসে। সেই আদালত অবমাননার কেসের ঐ আইনজীবি র যে দিয়েছেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি তা বহাল রাখেন। সুপ্রিম কোর্টের বিচারপতি ঐ মামলার অভিযুক্ত আইনজীবি কে গ্রেপ্তার করে যে জেলহাজতে দিয়েছেন তা ঠিক করেছেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি পি টি আশার। তিনি বলেন যে ঐ আইনজীবি কে যখন সমন ধরাতে যান তখন ঐ আইনজীবি কে সেভ করতে এবং যাতে তাকে সমন ধরাতে না পারে তার জন্য ঘিরে রাখেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে জেলহাজতে যাওয়ার নির্দেশ থেকে কেউ রেহাই দেয়নি। আজ ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি শ্রী ডি ওয়াই চন্দ্রচূড় বলেন যে ভারতের মহারাষ্ট্র ও উত্তর প্রদেশ এবং আরো কিছু রাজ্যের আইনজীবিরা সেই রাজ্যের হাইকোর্টের বিচারপতি ও জজকোর্টে র বিচারপতিদের সমলোচনা করেন। তিনি বলেন আইনের উদ্দে কেউ নয়। আইন সবার জন্য সমান। তিনি বিচারপতিদের নিরাপত্তা ব্যবস্থা আরো উন্নত মানের করার জন্য দেশের সরকারের কাছে আবেদন করেন। ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics