কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ পশ্চিম বাংলার বুকে শাসক দলের কাছে দুই টি ধাক্কা। একটি পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলার সাগরদীঘিতে উপনির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেসের এর সাথে জোট প্রার্থী বাইরন বিশ্বাসের কাছে পরাজিত হলেন পশ্চিম বাংলার তৃনমূল দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী দেবাশীষ ব্যানার্জী। এটি শাসক দলের কাছে বিরাট ধাক্কা বলে মনে করেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। কারণ এই সাগরদীঘিতে গত ২০২১,শে, তৃনমূল দলের প্রায়ত মন্রী সুব্রত সাহা প্রায় পঞ্চাশ হাজার ভোটের বেশি মার্জিনে জয়লাভ করেন। কি বছর ঘুরতে না ঘুরতে এই কেন্দ্রটি ফের উপনির্বাচনে তৃনমূল দলের কাছ থেকে ছিনিয়ে নিল ভারতের জাতীয় কংগ্রেসের জোট প্রার্থী বাইরন বিশ্বাস। অন্যদিকে পশ্চিম বাংলার জোট প্রার্থী বিধায়ক নওশাদ সিদ্দিকী কে আর আটকে রাখতে পারলনা পশ্চিম বাংলার শাসক দল। আজ প্রায় চল্লিশ দিন পর কলকাতা হাইকোর্টের বিচারপতি ফুরফুরা শরিফের পীরজাদা ও পশ্চিম বাংলার বিধান সভার সদস্য নওশাদ সিদ্দিকী কে জামিন মঞ্জুর করেন। যায় ফলে জোড়া ফোলায় বিদ্ধস্ত পশ্চিম বাংলার শাসক তৃনমূল দল। তবে আজকের এই জয়লাভ এর ফলে পশ্চিম বাংলার বিরোধী দল বাড়তি অক্সিজেন পেয়ে গেছেন বলে মনে রাজনৈতিক ব্যক্তিত্বরা। কারণ আজকের এই উপনির্বাচনে পাখির চোখ ছিল সারা ভারতের কাছে মুর্শিদাবাদ জেলার সাগরদীঘি কেন্দ্র। তবে পশ্চিম বাংলার বাইরে ঝড়ো হাওয়া তে তৃনমূল দলের নৌকার পাল পাল্টি খেয়ে মাঝ দরিয়াতে ডুবে গেছে। ত্রিপুরা রাজ্যের তৃনমূল দল ঢাকঢোল পিটিয়ে তাদের লড়াই করতে হয়েছে লটা ভোটের সাথে। ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics