মোঃ আক্তার হোসেন (সিলেট প্রতিনিধি)
সিলেট নগরীতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ ও সহকারী পরিচালক মো. সেলিম মিয়া এ জরিমানা করেন।
সোমবার (২২ আগস্ট) নগরীর কালীঘাট, কাজীর বাজার এবং মদিনা মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে- মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়, অবৈধ প্রক্রিয়ায় পণ্যসামগ্রী উৎপাদন এবং খুচরা ও পাইকারি চাল ব্যবসায়ীদের অধিক মূল্যে চাল বিক্রয় করা, ক্রয় রশিদ ও বিক্রয় রশিদ সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন না করা ইত্যাদি অপরাধের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নগরীর কাজীরবাজারে ১টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা, মদিনা মার্কেটে ৩টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, কালীঘাটে ২টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহায়তা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), কৃষি বিপণন অধিদপ্তর এবং বাজার কমিটির সদস্যবৃন্দ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics