Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে লাইসেন্স বিহীন খাবার তৈরি ও খাবারে বিষাক্ত পদার্থ মেশানোর দায়ে ২ কারখানার মালিককে জরিমানা

 

 

মোঃ আব্দুল্লাহ প্রতিনিধি।।

 

কুমিল্লার বুড়িচংয়ে মোবাইল কোর্টের অভিযানে দুই কারখানার মালিককে ২ টি মামলায় এবং ৮০০০০ হাজার টাকা জরিমানা আদায় ও ০১ টি কারখানা সিলগালা করা হয়। বুধবার (২৪আগস্ট) বুড়িচং সদরে এ অভিযান চালানো হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হালিমা খাতুন । অভিযানে বি. এস. টি. আই এর লাইসেন্স ব্যতিরেকে ব্যবসা পরিচালনা করা, অনুমোদন ছাড়া বি. এস. টি. আই এর লোগো ব্যবহার করা, নিম্নমানের উপাদান দিয়ে হলুদ, মরিচের গুঁড়ো, সয়াবিন তেল ও ঘি প্রস্তুত করা, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী আইটেম তৈরী করা, খাবারে ক্ষতিকর এ্যামোনিয়া মাত্রাতিরিক্তভাবে ব্যবহার করা সহ বিভিন্ন অপরাধে ০২ টি কারখানার মালিককে সতর্ক করেন।

লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনা নিষেধ করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যেই লাইসেন্স করা সহ প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য বি.এস.টি.আই প্রতিনিধি কে নির্দেশ দেয়া হয়।এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। সহযোগিতায় ছিলেন বুড়িচং থানার পুলিশ ফোর্স।

Daily Frontier News