Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে ফকির বাজারে ফার্মেসী ও স্টেশনারি দোকানে অভিযান ১৭ হাজার টাকা জরিমানা

 

 

মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।

 

৮ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন এর নেতৃত্বে বাকশীমূল ইউনিয়ন এর ফকির বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় দুটি ফার্মেসী একটি স্টেশনারি দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের নেতৃত্বে উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর ফকির বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় বুড়িচং থানার এস আই মোঃ আব্দুল জব্বার সঙ্গীয় ফোর্স সহ অভিযানে অংশ গ্রহণ করেন। এসময় ফকির বাজারের মঈনিয়া ফার্মেসীতে অভিযান চালিয়ে ফার্মেসীর কাগজ পত্রে ত্রুটি থাকায় মালিক সুমন মিয়া কে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। একই বাজার অপর একটি ফার্মেসীর মালিক সাঈদুর রহমান সজিব কে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন। অপর দিকে একই বাজারে শানু মিয়ার মনির ষ্টোরের মূল্য তালিকা টাঙ্গানো না থাকায় ৫ হাজার টাকা অর্থ দন্ডিত করলেন।

Daily Frontier News