Daily Frontier News
Daily Frontier News

বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা অর্থদণ্ড। 

 

ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-

.      জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা ১০ই জানুয়ারি ২০২৩ইং দুপুর ১:৩০ মিনিট সময় বিজয়নগর উপজেলা এসিল্যান্ড (ভূমি কমিশনার) জনাব মোঃ মেহেদি হাসান খান শাওন, মির্জাপুর টু হরষ পুর রাস্তা উত্তর পার্শ্বে শ্রী সঞ্জয় বিশ্বাস পিতা মৃত মালু শীল সাং মির্জা পুর বিজয়নগর কে রাস্তার পাশে মাটি দিয়ে সরকারি খাল ভরাট করে পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় উপস্থিত ব্যক্তি বর্গের মোকাবেলায় ২০১০ সালের ১৫ (১) ধারা মোতাবেক ৫০ হাজার টাকা নগদ অর্থ জরিমানা করেন। অনাদায় এক মাসের জেল । নগদ অর্থদণ্ড ৫০ হাজার টাকা প্রদান করেন।

.      উক্ত সঞ্জয় শীল বিজয়নগর উপজেলা ইছাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হিসেবে কর্মরত আছেন।

.        এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান ইছাপুরা ইউপি পরিষদ জনাব মোঃ জিয়াউল হক (বকুল)। বুধন্তী ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা শ্রী কাজল দেবনাথ। সভাপতি,জেলা প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া মোঃ আব্দুর রহমান খান (ওমর)।বিজয়নগর থানা উপ পরিদর্শক জনাব মোঃ কামাল। উপজেলা ভূমি অফিস নাজির মোঃ সৈয়দ মিয়া।ইছাপুরা ইউপি পরিষদ সদস্য জনাব মোঃ হানিফ মেম্বার প্রমূখ ।

Daily Frontier News