আল আমিন সরদার স্টাফ রিপোর্টার, সাতক্ষীরাঃ-
অসুস্থ গরুর মাংস বিক্রির অপরাধে পাটকেলঘাটার তিন জনকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার দুপুরে পাটকেলঘাটার বলফিল্ড এলাকার গোলাম হোসেনের মার্কেট এলাকায় পুলিশ দুই ব্যাবসায়ী সহ গরুর মালিককে আটকের পর তালা নির্বাহী কর্মকর্তা এ অর্থদণ্ড প্রদান করে। অভিযুক্তরা হলেন, বাইগুনি গ্রামের আনসার আলী সরদারের ছেলে আশরাফ আলী,একই এলাকার মহাদেব সরদারের ছেলে সুজাত আলী ও গরুর মালিক শাকদাহ গ্রামের এজার আলীর ছেলে সাইফুল ইসলাম।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত বিশ্বাস জানান, অসুস্থ গরুর মাংস বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে মাংস বিক্রেতাদের দোকানে পুলিশ অভিযান চালায়। এরপর ঘটনার সত্যতা পেয়ে দুই মাংস বিক্রেতা সহ গরুর মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics