ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি ।।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য দপ্তর ও প্রশাসনের বাস্তবায়নে উপজেলা সদরের নাইঘর রোডে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাউছার হামিদের নের্তৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে নাইঘর খালে স্থিরকৃত ২ হাজার মিটারের ৫টি অবৈধ জাল ধ্বংস করা হয়।
এছাড়া মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের ১৯৫০ অনুসারে একজনকে দুই হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়। এসময় খালের মধ্যে বাধ দিয়ে মাছ ধরার বাধ অপসারন করা হয়। অভিযান পরিচালনার সময় উপস্তিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক। অভিযানে থানার এসআই আনোয়ার হোসেনসহ পুলিশের একটি দল সহযোগীতা করেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics