কুমিল্লা সংবাদদাতাঃ
অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় ১৭৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কর্তৃক গ্রেফতার করা হয়।
জানা যায়, নিয়মিত টহলের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২, একটি টিম অভিযান চালিয়ে চাঁদপুর জেলার সদর থানাধীন স্ট্রেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অভিনব কায়দায় হটপটের ভিতর ১৭,৬০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। মাদক ব্যবসায়ী হলো কক্সবাজার জেলার টেকনাফ থানার পানখালী গ্রামের মৃত বশির মোহাম্মদ জসিম উদ্দিন(২৮)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে সে জানান, দীর্ঘদিন যাবৎ কক্সবাজার, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরণের মাদক দ্রব্য ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, বিভিন্ন সময় মাদক পরিবহনের সময় ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করত। মুলত সে কক্সবাজার থেকে অল্প দামে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে তা বিভিন্ন স্থানে সরবরাহ করত।
সে অভিনব কায়দায় হটপটের ভিতর দিয়ে কচটেপ ও পলিথিন দ্বারা পেচিয়ে ইয়াবা ট্যাবলেট পরিবহন করছিল এবং হটস্পট এর ভিতর থেকে যেন ইয়াবার গন্ধ বাইরে বের না হয়, সে জন্য হটস্পট এর ভিতর ইফতার সামগ্রী রেখেছিল বলে স্বীকার করেন।
উক্ত গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চাঁদপুর জেলার সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাকিব হোসেন জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics