Daily Frontier News
Daily Frontier News

৭ দিনেও উদ্ধার হয়নি খাঁচায় বন্দি মেছোবাঘ ।

 

 

কুমিল্লার নাঙ্গলকোটে ফসলি জমি থেকে একটি মেছোবাঘ উদ্ধারের পর গত সাতদিন খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলেও বন বিভাগের পক্ষ থেকে বাঘটি উদ্ধারে কোনো প্রদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে এটি উপজেলার পেরিয়া ইউনিয়নের চেহরিয়া পূর্বপাড়ার রাসেল-বাবলুর কাছে রয়েছে।
স্থানীয়রা জানায়, গত ১৮ ডিসেম্বর বাবলু জমির ধান কাটতে গিয়ে একটি মেছোবাঘ দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় সেটি উদ্ধার করা হয়। পরে রাসেল-বাবলু বাঘটি বাড়িতে নিয়ে একটি খাঁচায় বন্দি করে রাখেন। তাৎক্ষণিক বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে বন কর্মকর্তাদের অবগত করা হয়। কিন্তু সাতদিন পেরিয়ে গেলেও মেছো বাঘটি এখনো উদ্ধার করে অবমুক্ত করা হয়নি।
এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মেহেবুব বলেন, ‘মেছোবাঘ উদ্ধারের বিষয়ে অবগত হয়েছি। নির্বাচনী ঝামেলার কারণে এখনো উদ্ধার করা হয়নি। তবে উপজেলা বন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। তিনি এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।
নাঙ্গলকোট উপজেলা বন কর্মকর্তার মোয়াজ্জেম হোসেন বলেন, বাঘটি উদ্ধার করে অবমুক্ত করে কুমিল্লায় পাঠানোর প্রক্রিয়া চলছে।

Daily Frontier News