Daily Frontier News
Daily Frontier News

২১০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

 

সাহাবুউদ্দিন চট্টগ্রাম

চট্টগ্রাম: নগরের কোতয়ালীর খাতুনগঞ্জ এলাকায় দুই হাজার ১০০ পিস ইয়াবাসহ মো. ওমর ফারুক (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (১২ মে) ভোরে খাতুনগঞ্জ বাজারের একটি গুদামের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়

নগর গোয়েন্দা পুলিশের (বন্দর-পশ্চিম) বিভাগের উপ পুলিশ কমিশনার মো. আলী হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২১০০ পিস ইয়াবাসহ ওরম ফারুককে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, সে টেকনাফ থেকে ইয়াবাগুলো আনে। পরে সেগুলো বেশি দামে নগরসহ বিভিন্ন এলাকা বিক্রি করতো।

এ ঘটনায় কোতোয়ালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে পটিয়া থানায় আরও একটি মাদক মামলা রয়েছে।

Daily Frontier News