মোঃ শহিদুল ইসলাম / বিশেষ প্রতিনিধি।
চুকনগর বাজারে খর্নিয়া হাইওয়ে থানার সামনে বীর মুক্তিযোদ্ধার আবুল কালাম মহিউদ্দিন নিজ নামে ক্রয়কৃত সম্পতি এস এ খতিয়ান ২০৭দাগ নং১২০ এর মধ্যে মোট ০,২২৫ পয়েন্ট জমির নিয়ে দীর্ঘ দিন রোর্ড এন্ড হাইওয়ের সাথে মামলা চলোমান রয়েছে উক্ত জমি মামলা চলোমান থাকার কারনে সামনের কিছু জমি আবুল কালাম মহিউদ্দিন এর দখলে রয়েছে এবং বাকী অংশ খর্নিয়া হাইওয়ে থানার দখল আছে কারন রোর্ড এন্ড হাইওয়ে এই সম্পতি থেকে খর্নিয়া হাইওয়ে থানা পুলিশ কে. ৬৬শতক জমি ভোগ দখল করার জন্য দেয়, যেখানে বর্তমানে খর্নিয়া হাইওয়ে পুলিশ অবস্থানে আছে,
উক্ত মামলা চলোমান সম্পতি থেকে বীর মুক্তিযোদ্ধার ০.২২৫ সম্পতির ভিতর থেকে পিছনের কিছু অংশ আতাউর রহমান মধু নামে এক ব্যক্তি দখলে নিয়েছে যে সম্পতি পুরাটায় খর্নিয়া হাহওয়ে থানা পুলিশের দীর্ঘ দিন দখলে ছিলো
সরজমিনে যেয়ে দেখা যায়,বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মহিউদ্দিন বিজ্ঞ আদালতের রায় এবং আইনের প্রতি সম্মান দেখিয়ে দীর্ঘ দিন উক্ত জমিতে কোন স্থাপনা না করে আছে।
জমির মালিক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মহিউদ্দিন বলেন,আমার উক্ত সম্পতিতে বিজ্ঞ আদালতে মামলা চলোমান রয়েছে আমি নিজে আইনের প্রতি সম্মান করি তাই উক্ত সম্পতিতে চলোমান মামলার রায় না হওয়া পর্যন্ত আমি সম্পত্তিতে দখলে যায়নি, হঠাৎ আমার সম্পতিতে বিল্ডিং নির্মাণ করে দখলে নিয়েছে, তাহালে আমার সম্পত্তিতে আমি যেতে না পারলে অন্য ব্যক্তি কিভাবে দখলে যায় এইটায় আমার প্রশ্ন।
স্থানীয় বিভিন্ন তথ্য সূত্রে যানা যায়, স্থানীয় থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান এর চোখের সামনে রোর্ড এন্ড হাইওয়ের সাথে মামলা চলোমান সম্পত্তি আতাউর রহমান মধু নামে এক ব্যক্তি দখলে নিয়েছে সেখানে সরকারি কর্মকর্তা হিসাবে রোর্ড এন্ড হাইওয়ের সম্পত্তি দখলে বাঁধা না দিয়ে সেখানে তিনি আর ও নিরব ভুমিকা পালন করে দখলকারীর পক্ষে সুপারিশ করছে যে ওখানে আগেও ওনার স্থাপনা ছিল,
তথ্য সূত্রে যানা যায় উক্ত দখলকারীর হাইওয়ে থানার সামনে মোট ০.৭৫ পয়েন্ট সম্পত্তি দখল করে আছে যেখানে দুইতলা ভবন আছে কিন্তু এই সম্পত্তি ছাড়া তিনি পিছনের অংশ
রোর্ড এন্ড হাইওয়ের সাথে আবুল কালাম মহিউদ্দিনর আদালত মামলা চলোমান সম্পত্তি তে পাকা বিল্ডিং নির্মাণ করে দখলে নিয়েছে,বিগত দিতে যে সম্পত্তি দখলে ছিলো খর্নিয়া হাইওয়ে থানার।
এই ব্যপারে স্থানীয় খর্নিয়া হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বলেন,, ওখানে দখলকারীর মাটি থেকে একটু উঁচু পুরানো ইটের দেওয়াল ছিলো এরপরে তিনি ঐ পুরানো ইটের দেওয়াল উঁচু করে নির্মাণ করেছে তবে এই জমির ব্যাপারে আমার ভালো জানা ছিলো না বলে আমরা কিছু বলিনাই,
পরবর্তী তে আমরা জানতে পারলে আর নতুন করে স্থাপনা না করার নির্দেশ দিয়েছি,
উক্ত ঘটনাটি আমাদের উর্ধতন কর্মকর্তা পরিদর্শন করে গিয়েছেন বিষয় টা আমরা সরকারি সার্ভেয়ার দিয়ে আমাদের সীমান্ত নিধারণ করে নিবো।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics