আল আমিন সরদার স্টাফ রিপোর্টারঃ-
সাতক্ষীরা জেলা তালা উপজেলা মাগুরায় ইউনিয়নের মাগুরা বাজারের পাশেই সুমনা বিশ্বাস পিতা মৃনাল বিশ্বাস/মেয়ে এর স্বামীর স্বীকৃতির দাবিতে থানায় অভিযোগ দিয়েও বিচার পেলেন না এমন অভিযোগ সুমনার।
এ ব্যাপারে সুমনা বিশ্বাস পিতা মৃনাল বিশ্বাস সাংবাদিকদের জানান আমার সাথে ৬ ইং ডিসেম্বর ২০২১ তারিখে স্থানীয় কালী মন্দির থেকে হিন্দু ধর্মীয় রীতি নীতি অনুযায়ী শাখা সিঁদুরের মাধ্যমে বিয়ে হয়।মাগুরা বারুইপাড়া গ্রামের রবিন্দ্র দেবনাথের এর ছেলে বাপ্পী দেবনাথ এর সাথে বিয়ের পর কয়েক মাস গোপনীয়তা রক্ষা করে সে আমাকে প্রতিনিয়তই আমার কাছে এসে শারীরিক সম্পর্ক করতো কিন্তু এখন সে আমার বিয়ের কথা অস্বীকার করে এ ব্যাপারে আমি একটা থানায় অভিযোগ দিয়েছি কিন্তি কিছু ক্ষমতাশালী লোকেরা আমার টাকা দিতে চাচ্ছে এবং বলছে টাকা নিয়ে মিটিয়ে নে না হলে সমস্যা হবে কিন্তু নানা রকম কথা বলে এবং আমার পরিবারকে খুন জখম করবে এমন হুমকি দিচ্ছে সে যেন আমার স্বামী স্বীকৃতি দেয় এই বিচারটাই আমি চাই। সুমনা বিশ্বাস আরো জানান ভয় করিনা টাকা দিয়ে কি হবে আমি বাপ্পী দেবনাথ কে চাই, সে আমার স্বামী তার সাথে সুখের সংসার করতে চাই।
এ ব্যাপারে নাম না বলা ব্যক্তি জানান শুনছি ডিস ব্যবসায়ী বাপ্পি দেবনাথ ধরা পড়ছে বিষয়টা নিয়ে অনেক ঝামেলা চলছে তারা একটা অভিযোগ দিয়েছিল তালা থানায় সেখানে টাকা পয়সায় দিতে চাই তারা অনেক ক্ষমতাশালী তাদের ব্যাপারে কথা বললেই হতে হচ্ছে হুমকির মুখোমুখি মেয়েটা অনেক অসহায় ঘরের মেয়ে যাতে সুস্থ বিচার পাই সেই আশাটাই করি আমরা এলাকাবাসী।
এ ব্যাপারে বাপ্পি দেবনাথ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন এটা হচ্ছে একটা ভিত্তিহীন এটা এমন কোন কিছু না এটা আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে।
এ ব্যাপারে সাংবাদিক এদের কাছে একটি কল রেকর্ড আসলে কল রেকর্ড বাপ্পি দেবনাথ ও সুমনা দেবনাথ এর দুজনেরই কিছু প্রেমের সম্পর্কের গল্প তথ্য পরিমান পাওয়া যায়।
এ ব্যাপারে তালা থানার অফিস ইনচার্জ এর কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টা নিয়ে আমরা বলছিলাম তিন দিন সময় দিয়েছি সমাধানের জন্য সমাধান না করলে আইনের আওতায়নে শাস্তি দেওয়া শাস্তি দেওয়া হবে
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics