Daily Frontier News
Daily Frontier News

সোনারগাঁ রাতের আঁধারে অস্ত্রের মহড়ায় মাটি কাটার হিড়িক ঘুমন্ত আইনী প্রশাসন

 

 

নিজস্ব সংবাদদাতাঃ

 

নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ থানাধীন দাসনাগাঁও মৌজার ১৪৯ শতাংশ দ্বীফসলী জমির মাটি প্রতিদিনই রাতের আঁধারে দেশী বিদেশী অস্ত্রের মহড়া দিয়ে একটি সন্ত্রাসী বাহিনী অবৈধভাবে জোড় পূর্বক মাটি কেটে নিয়ে কৃষি জমিকে খাল বিলে পরিনত করে চলছে।
জমির মালিকগন এ সকল মাটি খেকো সন্ত্রাসীদের প্রতিরোধে সমাজের কারো সহযোগিতা না পেয়ে আইনের সহযোগিতা চেয়েও কোন প্রতিকার না পেয়ে দিশেহারা।

ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে জানা যায় যে, মো: ফয়সাল (৩২), পিতা- ছগির মেম্বার এবং রিয়েল (৩০), পিতা- ঝালেক ভূঁইয়া গং, সর্বসাং-পেরার, পো: মহজমপুর, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। এবং আবুল হাসনাত ( ৩৫), পিতা- ফয়েজ মোল্লা, সাং- গজারিয়াপাড়, সোনারগাঁ। এদের নেতৃত্বে ৪০/৪৫ জনের একটি সন্ত্রাসী অপরাধী গ্রুপ সংঘবদ্ধ চক্র রয়েছে। এ চক্রটি আমেনা বেগম, মোর্শেদা আক্তার হ্যাপীর ৪৫ শতাংশ দ্বিফসী জমি ও ৮ শতাংশ ভিটেবাড়ি এবং রেজাউল করিম মাখন, মামুন মোল্লা, মোশারফ এদের ৩০ শতাংশ দ্বিফসলী জমি রাতের আধারে অবৈধ ভাবে অস্ত্রের মহড়া দিয়ে জোড়পূর্বক মাটি কেটে নিয়ে গিয়ে থেমে থাকেনি এখন আরো ৯০ শতাংশ দ্বিফসলী জমির মাটি জোড়পূর্বক কেটে চলছে।

সন্ত্রাসী মো: ফয়সাল (৩২) এবং রিয়েল (৩০) জোড় পূর্বক মাটি কাটার মুলহোতা এবং তাদের সাথে অজ্ঞাতনাম ৩০-৪০ জন সন্ত্রাসী গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে প্রতিরাতে মাটি কাটে এবং এ বিষয়ে বাধা দিতে গেলে ভূক্তভোগীদের মেরে ফেলার হুমকি দেওয়াসহ গুলিবর্ষন করে ধাওয়া দেয়। ফলে জমির মালিকগন জায়গায় যেতে পারছে না এবং ফসলী জমি ও ভিটেবাড়ীটি গিয়ে রক্ষা করতে পারছে না। এরা একের পর এক জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে
ভূক্তভোগিরা সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও থানায় লিখিত অভিযোগ করেও এখনো পর্যন্ত কোন প্রতিকার না পেয়ে গ্রামবাসী দিশেহারা হয়ে ছুটোছুটি করছে ন্যায় বিচারের আশায়।
এলাকাসূত্রে যানা যায় যে, ছগির মেম্বারের ছেলে ফয়সাল (৩২) সে রূপগঞ্জ, জামপুর,সাদীপুর, নয়াপুড়,গাউছিয়া,বরপা এলাকার সংবদ্ধ অপরাধীদের নিয়ে একটি শক্তিশালী সন্ত্রাসী দল গঠন করে বিভিন্ন স্হানে অপরাধের রাম রাজত্ব করে চলছে। তাঁরা মাদক বিক্রি , চাঁদাবাজি, মাটি কাটা সহ বিভন্ন ধরনের অপরাধ মূলক কাজ করে চলছে। এ চক্রটি দাসনাগাঁও গজাড়িয়া পাড়ায় কৃষি বাড়ির জংঙ্গলে একটি টর্চার সেলের আস্তানাও গড়ে তুলেছে।

ভূক্তভোগী এলাকাবাসী এ সন্ত্রাসীদের অত্যাচারের হাত থেকে মুক্তি পেতে সোনারগাঁ থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে বার বার যোগাযোগ করেও কোন স্হায়ী সমাধান পাচ্ছে না। তাই তাদের দাবী ঘুমন্ত জনপ্রতিনিধী ও আইনী সেবাকারীদের জাগ্রত হয়ে দ্রুত সু ব্যবস্হা গ্রহনের আহ্বান জানান।

Daily Frontier News