কুমিল্লা প্রতিনিধি।।
নোয়াখালীর সেনবাগে ভাংচুর, বিস্ফোরক মামলায় এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মো.মাহফুজ (৪৫) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
বুধবার (১৫ মার্চ) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে,মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ভাংচুর ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics