আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-
নোয়াখালী সুবর্ণচরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নাগর মাঝি(৬০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে করার অভিযোগ উঠেছে বেলাল ও তার লোকজনের বিরুদ্ধে। ২৩ জুলাই (শনিবার) বিকাল ৩ ঘটিকার সময় উপজেলার ৫নং চর জুবিলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড মধ্যম বাগ্যা গ্রামের ছিদ্দিক মেম্বার এর দোকানের পশ্চিমে রুহুল আমিন মাঝির বাড়ির দরজায় ঐ ব্যক্তির উপর হামলার ঘটনা ঘটে।
আহত নাগর মাঝি বলেন, আমি মাইন উদ্দিনের খামারে কাজ করি, পাইকারি দোকান থেকে টাকা কালেকশন করে আনার সময় পূর্ব পরিকল্পিতভাবে বেলাল হোসেন (৪০) পিতা দুলাল, সোহেল (৩৫) পিতা রুহুল আমিন মাঝি, শাহাদাত (২৬) পিতা রুহুল আমিন মাঝি, চৌধুরী (৩৪) পিতা রুহুল আমিন মাঝি, সালেহ উদ্দিন (৩২) পিতা সুহিজল মাঝি, বেলাল (৩৬), হান্নান (৪০) পিতা ছিদ্দিক মাঝি, মান্নান (৩৬) ছিদ্দিক মাঝি, রুহুল আমিন মাঝি (৬০) পিতা ফজর আলী, রহিম, ফজর আলী, ছিদ্দিক মাঝি(৭০) পিতা ফজর আলী, মোসলেহ উদ্দিন (৩৮) পিতা মাহফুজুল হক মাঝি, মানিক(২৪) পিতা বাবুল মাঝি সহ আরো অনেকে
আমার উপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে আমাকে আহত করে, স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হামলার বিষয়ে জানতে চাইলে বেলাল হোসেন মুঠোফোনে জানান, গত কয়েকদিন আগে নাগর আলী ও তার লোকজন আমাকে পিটিয়ে আহত করে, আমি কয়েকদিন হাসপাতালে ও ভর্তি ছিলাম। আজকের ঘটনার সাথে আমি জড়িত নয়।
চরজব্বার থানার এস আই মনির হোসেন জানান, আমি ওখান দিয়ে অন্য একটা মামলার কাজে যাচ্ছেলাম, ছিদ্দিক মেম্বার এর দোকানের পাশে একটা বৃদ্ধ লোককে মারতে দেখে স্থানীয় লোকজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেই, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics