.
স্টাফ রিপোর্টারঃ
সাতছড়ি জাতীয় উদ্যানের ছড়া থেকে কোন রকম অনুমতি না নিয়ে অবাদে সিলিকা বালু উত্তোলন করে নব নির্মিত ঘরের ভিট ভরাট করছেন মাসুম বিল্লাহ নামে এক হোটেল ব্যবসায়ী৷
বুধবার (১ মার্চ) দুপুরে সাতছড়ি সংরক্ষিত উদ্যানে গিয়ে সরোজমিনে দেখা যায়, সাতছড়ি ছড়া থেকে সিলিকা বালু এনে ভিট ভরাট করছেন মাসুম বিল্লাহ। উপস্থিত সময়ে সিলিকা বালু উত্তোলনের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মাসুম কোন রকম অনুমতি বা স্থানীয় কর্তৃপক্ষের আদেশের কোন অনুলিপি দেখাতে পারেন নি।
বিষয়টি জানাজানি হলে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বালু উত্তোলন বন্ধ করে দেন।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মাসুম বিল্লাহ বলেন, বালু উত্তোলন সম্পর্কে অনুমতির বিষয়টি আমি জানি না। আমি ঘরের কাজে সেটি ব্যবহার করছি।
এ বিষয়ে জানতে চাইলে সাতছড়ির বন কর্মকর্তা আলামিন বলেন, শুনেছি বালু উত্তোলন হয়েছে। ব্যবস্থা নিব।
জানতে চাইলে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বলেন, আমি শুনেই তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। বালু উত্তোলন বন্ধ করেছি।
উল্লেখ্য, জানা গেছে মাসুম বিল্লাহ নামক ঐ ব্যবসায়ী সাতছড়ি উদ্যানে মাছুম বিল্লাহ হোটেল পরিচালনা করেন। গত কিছুদিন পূর্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক খাদ্যে ভেজালের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা গুনেছেন তিনি৷
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics