Daily Frontier News
Daily Frontier News

সাতক্ষীরার ঘোনা থেকে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে – র‍্যাব

 

 

আল-আমিন সরদার স্টাফ রিপোর্টারঃ-

 

মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে র‌্যাব জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।

তারই ধারাবাহিকতায় র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদরের ঘোনা এলাকায় অভিযান পরিচালনা করেন।

শুক্রবার ১৫ জুলাই রাত সাড়ে ১১ টার সময় সদর থানাধীন ঘোনা ইউনিয়নে অভিযান পরিচালনা করে ৩৮২ বোতল ফেন্সিডিলসহ মোঃ গোলাম মোস্তফা (৬০) নামে মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় গ্রেফতারকৃত আসামীর কাছে থাকা ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা ও আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে বলে র‍্যাব ৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Daily Frontier News