Daily Frontier News
Daily Frontier News

সাতক্ষীরায় ছয় ভুয়া পুলিশ গ্রেফতার

 

আল আমিন সরদার সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ-

 

জেলা সাতক্ষীরা পুলিশ পরিচয়ে এক ব‍্যাসায়ির ২ লাখ ৭০ হাজার টাকা ডাকাতি হয়েছে। গত ২৩ তারিখ রাতে সাতক্ষীরা স‍দর উপজেলার ওয়ারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সাথে জড়িত ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল,নগদ টাকা, পুলিশের পোশাক, আইডি কার্ড, গুলি।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাঠি গ্রামের জাহিদ হোসেন,একই গ্রামের ইকরামুল হক, পাথরঘাটা গ্রামের ডাকাত সাহেব, সদর উপজেরার নারানজোল গ্রামের শরিফ হাছানুল বাপ্পি,কালীগঞ্জ উপজেরার দক্ষিণ শ্রীপুর সোনাতলা গ্রামের রাশেদুল ইসলাম , সদর উপজেলার কাশেমপুর গ্রামের সাব্বির হোসেন ও নারানজোল গ্রামের ইকরামুল হক।সাতক্ষীরা সদর থানার ইন্সপেক্টর স,ম, কায়ুম জানান, কলারোয়ার গরু হাট থেকে গরু বিক্রি করে রাতে ফিরছিলেন সাতক্ষীরা শহরের মধুমোল্লাডাঙ্গির আনারুল ইসলাম ও তার ছেলে রিফাত এলাকার ব‍্যাবসায়ি বাড়ি ফিরছিলেন। পথিমধ‍্যে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ানের ওয়ারিয়া এলাকায় পৌছালে একটি মাইক্রোবাসথেকে পুলিশ পরিচয় দিয়ে তুমাদের কাছে মাদক আছে এমন কথা বলে জোর পৃর্বক কয়েক জন তাদেরকে মাইক্রোবাসে তুলে নেই। এ সময় তাদেরকে আটকায়। কাছ থেকে ২ লাখ ৭০ হাজার টাকা নিয়ে নেয়। পুলিশ জানতে পেরে অভিযানে নামে। গ্রেপ্তার করা হয় ৬ ডাকাতকে। উদ্ধার করা হয় উপরোক্ত জিনিসপত্র।

Daily Frontier News