ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্ট
𝐏, 𝐌, 𝐂𝐄𝐋𝐋,
[20 𝐒𝐞𝐩𝐭𝐞𝐦𝐛𝐞𝐫 𝟐𝟎𝟐𝟐]
ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার, সরাইল সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং সরাইল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ, জনাব মোঃ আসলাম হোসেন, মহোদয়ের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) / মোঃ তারিকুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) / মোঃ রুবেল আখন সঙ্গীয় ফোর্স সহ ২০শে সেপ্টেম্বর ২০২২খ্রিঃ তারিখ রাত ২২.৪৫ ঘটিকায় সময় সরাইল থানাধীন সরাইল সদর ইউপিস্থ বড্ডাপাড়া ছালেক শাহ এর মোড়ে সরাইল- তেরকান্দা পাকা রাস্তার উপর হইতে (১) জাকির মিয়া(২২), পিতা- সমশের আলী, সাং- দক্ষিণ আরিফাইল, (২). দানিছ মিয়া(৩০), পিতা- মৃত সিদ্দিক মিয়া, সাং- পূর্ব কুট্টাপাড়া, উভয়থানা- সরাইল, জেলা – ব্রাহ্মণবাড়িয়াদের নিকট হইতে ৩৯০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়।
, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে । আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইতেছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics