Daily Frontier News
Daily Frontier News

সরাইল থানা কতৃক বিশেষ অভিযানে জুয়া খেলা অবস্থায় ০৬ জন জুয়াডী গ্রেফতার

 

ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্ট 

.      জেলা-ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আসলাম হোসেন এর দিকনির্দেশনা এসআই(নিঃ)/পংকজ দাশ, এএসআই(নিঃ)/সফিউল ইসলাম, এএসআই(নিঃ)/সাইফুল ইসলাম, কং/৪২০ সাইদুল ইসলাম, কং/১১৬৭ সবুজ মিয়া সঙ্গীয় ফোর্স সহ ২৭শে মে ২০২৩ইং তারিখ রাত ২.৫০ ঘটিকার সময়।

.     সরাইল থানাধীন সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়া জনৈক শরীফ মিয়ার বাড়ীর দক্ষিণ পার্শ্বের কক্ষ হইতে জুয়া খেলা অবস্থায় ১. হেলাল মিয়া(২৭), পিতা-মোহন মিয়া , গ্রাম- পশ্চিম কুট্টাপাড়া, থানা- সরাইল, জেলা -ব্রাহ্মণবাড়িয়া, ২. মোঃ সাচ্চু মিয়া(৩৯), পিতা-মৃত নান্নু মিয়া , গ্রাম- কুট্টাপাড়া, থানা- সরাইল, জেলা -ব্রাহ্মণবাড়িয়া, ৩. আনিস মিয়া(২৫), পিতা-মৃত আব্দুল হেকিম , গ্রাম- পশ্চিম কুট্টাপাড়া, থানা- সরাইল, জেলা -ব্রাহ্মণবাড়িয়া, ৪. আব্বাস মিয়া(২৯), পিতা-মৃত নায়েব আলী , গ্রাম- পশ্চিম কুট্টাপাড়া, থানা- সরাইল, জেলা -ব্রাহ্মণবাড়িয়া, ৫. শান্ত মিয়া(৩২), পিতা-কুদ্দুস মিয়া , গ্রাম- পশ্চিম কুট্টাপাড়া, থানা- সরাইল, জেলা -ব্রাহ্মণবাড়িয়া, ৬. মোঃ শরিফ(২৯), পিতা-আবুল কাশেম , গ্রাম- পশ্চিম কুট্টাপাড়া, থানা- সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়াদের জুয়া খেলা অবস্থায় নগদ-৬১১০/-টাকা ও বিভিন্ন ধরনের তাস সহ গ্রেফতার করা হয়।

.       গ্রেফতারকৃত আসামীদের ১৮৬৭ সালের জুয়া আইনের আওতায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Daily Frontier News