রবিউল ইসলাম শেরপুর প্রতিনিধিঃ-
শেরপুরের ঝিনাইগাতীতে ৩৬ বোতল ভারতীয় মদ সহ নালিতাবাড়ীর সজীব মিয়া (২২) নামে এক যুবককে গতকাল ২৭ই জুন সোমবার দিবাগত রাতে গৌরীপুর ইউনিয়নের হলদি বাটা মেইলগেইটের সম্মুখ থেকে গ্রেপ্তার করেছে ঝিনাইগাতি থানা পুলিশ।মদের বোতল ও বিয়ার সহ গ্রেপ্তারকৃত কাকরা গাড়ির ড্রাইভার সজিব নালিতাবাড়ী উপজেলার মধুটিলা পূর্ব সমশ্চুড়া গ্রামের মৃত নুর হোসেনের ২য় স্ত্রীর ছেলে।
পুুলিশ সুত্রে জানা গেছে,সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতি ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই মোহাম্মদ আব্দুর রাজ্জাক সঙ্গীয় পুলিশ সদস্য কাউসার সহ উক্ত স্থানে অভিযান চালিয়ে ব্যাটারী চালিত একটি অটোরিক্সা থেকে ৩৬ বোতল ভারতীয় মদ সহ সজীব মিয়াকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে ২৪ বোতল ম্যাকডোনাল, ১২ বোতল বিয়ার(কিং ফিসার)। গ্রেপ্তারকৃত যুবক সজীব মিয়ার বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানায়।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, ২৮ জুন মঙ্গলবার দুপুরে তাহার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয় এবং তাকে শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানান।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics