রবিউল ইসলাম শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে
বৃহস্পতিবার (১১মে) সকালে উপজেলার পোড়গাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া (বারমারী বাজার সংলগ্ন) এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ফারুক আহমেদ (৩৫) নামের এক মাদক কারবারিকে ৬ মাসের ও কবির আহমেদ (২০)কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ ১’শ টাকা করে জরিমানা করেছেন।এই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল দণ্ডাদেশ দেন।
দন্ডাদেশ প্রাপ্ত ফারুক নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া এলাকার ফজর আলীর পুত্র ও কবির আহমেদ কয়রাকুড়ি এলাকার নূর হোসেনের পুত্র।
জানা যায়, নালিতাবাড়ী উপজেলার পোড়গাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া (বারমারী বাজার সংলগ্ন) ও নন্নী ইউনিয়নের কয়রাকুড়ি গ্রামে আজ সকালে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে গাঁজা সেবনের অপরাধে আন্ধারুপাড়া গ্রামের মো: ফারুক আহম্মেদকে মাদক্রদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১’শ টাকা জরিমানা করা হয় এবং কয়রাকুুড়ি গ্রামের মো: কবির আহমেদকে ইয়াবা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১’শ টাকা করে জরিমানা করা হয়।
টাস্কফোর্স অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিদর্শক মো: এনামুল হকসহ এবং পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics