Daily Frontier News
Daily Frontier News

শেরপুরের নালিতাবাড়ীতে ২ মাদক কারবারিকে কারাদন্ড

 

রবিউল ইসলাম শেরপুর জেলা প্রতিনিধি

 

শেরপুরের নালিতাবাড়ীতে
বৃহস্পতিবার (১১মে) সকালে উপজেলার পোড়গাঁও ইউনিয়‌নের আন্ধারুপাড়া (বারমারী বাজার সংলগ্ন) এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ফারুক আহমেদ (৩৫) নামের এক মাদক কারবারিকে ৬ মা‌সের ও কবির আহমেদ (২০)কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ ১’শ টাকা করে জরিমানা করেছেন।এই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হি‌মেল রি‌ছিল দণ্ডাদেশ দেন।

দন্ডাদেশ প্রাপ্ত ফারুক নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া এলাকার ফজর আলীর পুত্র ও কবির আহমেদ কয়রাকুড়ি এলাকার নূর হোসেনের পুত্র।

জানা যায়, না‌লিতাবাড়ী উপ‌জেলার পোড়গাঁও ইউনিয়‌নের আন্ধারুপাড়া (বারমারী বাজার সংলগ্ন) ও নন্নী ইউনিয়নের কয়রাকু‌ড়ি গ্রা‌মে আজ সকালে টাস্ক‌ফোর্স অ‌ভিযান প‌রিচালনা করা হয়। অ‌ভিযান প‌রিচালনাকা‌লে গাঁজা সেব‌নের অপরা‌ধে আন্ধারুপাড়া গ্রামের মো: ফারুক আহ‌ম্মেদকে মাদক্রদ্রব‌্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতা‌বেক ৬ মা‌সের বিনাশ্রম কারাদন্ড ও ১’শ টাকা জ‌রিমানা করা হয় এবং কয়রাকুুড়ি গ্রামের মো: ক‌বির আহ‌মেদকে ইয়াবা সেব‌নের অপরা‌ধে মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মো‌তাবেক ৩ মা‌সের বিনাশ্রম কারাদণ্ড ও ১’শ টাকা করে জ‌রিমানা করা হয়।

টাস্ক‌ফোর্স অ‌ভিযা‌নের সময় মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্ত‌র শেরপুর জেলা কার্যাল‌য়ের ভারপ্রাপ্ত প‌রিদর্শক মো: এনামুল হকসহ এবং পুলিশ বিভাগের সদস্যরা উপ‌স্থিত ছি‌লেন।

Daily Frontier News