Daily Frontier News
Daily Frontier News

শেরপুরের নালিতাবাড়ীতে গৃহ শিক্ষক ছাত্রীকে ধর্ষণচেষ্টা,কারাদন্ড গৃহ শিক্ষকের

 

 

রবিউল ইসলাম প্রতিনিধি

 

শেরপুরের নালিতাবাড়ীতে প্লে শ্রেণিতে পড়ুয়া ছয় বছর বয়সী এক কন্যাশিশুকে প্রাইভেট পড়াতে গিয়ে গৃহ শিক্ষকের ধর্ষণের চেষ্টার অভিযোগে মোনায়েম বিল্লাহ (২২) নামে এক গৃহশিক্ষকের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়,সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন এ দণ্ড প্রদান করেন।

আদালত সূত্র জানায়, সকালে নালিতাবাড়ী শহরের কাচারিপাড়া মহল্লার জনৈক ব্যক্তির ছয় বছর বয়সী ও প্লে শ্রেণিতে পড়ুয়া কন্যাশিশুকে প্রতিদিনের ন্যায় বাসায় প্রাইভেট পড়াতে যান তাদেরই একজন গৃহশিক্ষক মোনায়েম বিল্লাহ।

এসময় শিশুটির মা-বাবা দু’জনেই বাসার বাইরে থাকায় মোনায়েম ওই শিশুকে পড়ানোর পরিবর্তে ধর্ষণের চেষ্টা করে এবং শ্লীলতাহানী করে। হঠাৎ শিশুটির মা বাসায় এসে ঘটনা দেখে ফেললে আশপাশের লোকজন ডেকে ওই গৃহশিক্ষককে আটক করেন।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন সাক্ষ্যপ্রমাণ শেষে গৃহশিক্ষক মোনায়েমকে ৯ মাস ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সাথে আরও ৫শ টাকা অর্থদন্ড ও করা হয় মোনায়েমকে।

Daily Frontier News