Daily Frontier News
Daily Frontier News

শিবপুরে আলোচিত মামলায় পিতা ধরিয়ে দিলেন ছেলেকে

 

শিবপুর প্রতিনিধি ঃ

নরসিংদী জেলার শিবপুর উপজেলার চেয়ারম্যানকে গুলি করে হত্যা চেস্টার মামলায় ৪ নং এজাহার ভুক্ত আসামী শাকিলের পিতা হাজী গিয়াসউদ্দিন নিজে তার ছেলেকে পুলিশের হাতে তুলে দেন।
এলাকাবাসী সূত্রে জানাযায়, মুনসেফেরচর (ইটাখলা) ব্যাবসায়ী গিয়াসউদ্দিনের পুত্র শাকিল ইকরা এন্টারপ্রাইজ নামে ওমেরা কোম্পানির গ্যাস ডিলার। শিবপুর উপজেলার ইটাখলার গাজীপুর রোডে তার ব্যাবসা প্রতিষ্ঠান সুনামের সাথে দীর্ঘদিন ব্যাবসা করে আসছিল। সম্প্রতি শিবপুর উপজেলার চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে হত্যার উদ্দেশ্য নিজ বাড়িতে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়।চেয়ারম্যানের পরিবার শাকিলকে ৪ নং আসামী করে শিবপুর মডেল থানায় এজাহার দায়ের করে।অভিযোগের প্রেক্ষিতে পিতা গিয়াসউদ্দিন পুত্র শাকিলকে শিবপুর মডেল থানার সেকেন্ড অফিসার মনির ও আফজালের হাতে তুলে দেন।উক্ত ঘটনার বিষয়ে সম্প্রতি যমুনা টেলিভিশনে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়।ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে জড়িত ৩ জনের ছবিতে শাকিলের কোন ছবি দেখা যায়নি।

এ বিষয়ে শাকিলের বাবা গিয়াসউদ্দিন জানায়,ঘটনার দিন শাকিল আমার সাথে সকালে বাড়িতে ছিল।সে আমার সাথে ব্যাবসায়ীক কাজ কর্ম করেছে। কিন্তু পরের দিন যখন জানতে পারলাম আমার ছেলেকে ৪ নং আসামি করে থানায় এজাহার দায়ের করেছে সেই প্রেক্ষিতে ন্যায় বিচারের আসায় শিবপুর মডেল থানার সেকেন্ড অফিসার মনির ও আফজালের হাতে আমি আমার ছেলেকে তুলে দেই।
তিনি আরো বলেন, উক্ত ঘটনার সাথে আমার ছেলে জড়িত নয়।আমার ছেলে নির্দোষ আমার ছেলের প্রতি যেন কোন অবিচার না করা হয়।

এলাকার একাধিক ব্যাক্তি জানায়,শাকিল ভাল ছেলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার।আমরা তার মুক্তি চাই।

Daily Frontier News