সাজ্জাদ আহমেদ খোকন
নারায়ণগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল বের করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে পড়ে গুলিতে নিহত শাওনের বাসায় গিয়ে সান্তনা দিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই সময় শাওনের পরিবার মির্জা ফখরুল কে জানান শাওন যুবদলের মিছিল মিটিংয়ে নিয়মিত যেত। বিএনপি মহাসচিব বলেন শাওন যুবদলের রাজনীতি করতো এবং যুবদলের কর্মী ছিল সেটাও প্রমাণিত হয়েছে। যদি সে রাজনীতি নাও করে তাও একজনকে প্রকাশ্য দিবালোকে গুলি করে মেরে ফেলার কোন অধিকার পুলিশের নেই, পুলিশ মিথ্যাচার করছে। পুলিশের গুলিতেই যে শাওনের মৃত্যু হয়েছে, এটা প্রমাণিত। শাওনকে হত্যার দায় তারা কোনোভাবেই অস্বীকার করতে পারে না। তিনি আরো বলেন বিএনপি’র গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে। কোথাও দাঁড়াতে দিচ্ছে না বিএনপি কে। পাখির মত সরাসরি গুলি হত্যা করা হচ্ছে। পুলিশ প্রশাসনকে বলবো পাখির মত মারবেন না। আপনাদের দায়িত্ব জান মালের নিরাপত্তা দেওয়া কাউকে এভাবে নির্বিচারে গুলি বা হত্যার জন্য না
শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পূর্ব গোপালনগর এলাকায় নিহত শাওনের বাড়িতে পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পরে মির্জা ফখরুল নিহতের পরিবারকে এক লাখ টাকা অনুদান প্রদান করেন।
এ সময় তার সাথে ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সালাউদ্দিন টুকু, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম রবি, জেলা যুবদলের আহবায়ক খোকন, সদস্য সচিব মশিউর রহমান রনি, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপু, ফতুল্লা থানা বিএনপি’র আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, সদস্য সচিব শহিদুল ইসলাম টিটু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক, মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকন, সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাধারণ সম্পাদক মাহবুব রহমান, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু, সহ-সভাপতি রাসেল মাহমুদ, ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক, জাকির হোসেন রবিন, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বাচ্চুসহ জেলা ও মহানগর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপি’র মহাসচিব নেতাকর্মীদের শান্ত থাকার আহবান জানিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে হবে। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে হবে। অন্যথায় অচিরেই দেশব্যাপি সরকার পতনের আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল
উল্লেখ্য যে, বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালীতে পুলিশ বাধা দিলে বিএনপির নেতাকর্মীদের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যায় শাওন।
এ ঘটনায় তার ভাই ফরহাদ হোসেন বাদি হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics